ঝড়-বৃষ্টি হচ্ছে, বইছে তাপপ্রবাহও

সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে সামান্য বৃষ্টি হয়েছে।

ঝড়-বৃষ্টি হচ্ছে, বইছে তাপপ্রবাহও
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সঙ্গে ঝড় হচ্ছে। ঝড়-বৃষ্টির এই প্রবণতা আরও দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে উত্তরের চার জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ।

শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে সামান্য বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এছাড়া শ্রীমঙ্গলে ৩, কক্সবাজারে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুমিল্লা ও বরিশালেও সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (২৭ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom