গর্তের পানি থেকে ছেলের মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন বাবা
ঈশ্বরদিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ,ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলায় গর্তের পানিতে ডুবে সোলাইমান মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান ওই এলাকার আব্দুস সামাদ ওরফে সামিদের ছেলে।
৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুসরাত জাহান লিপি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলের দিকে হঠাৎ ওই শিশু নিখোঁজ হয়। আশপাশেরর বিভিন্ন এলাকার নানা জায়গায় খুঁজেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। এমতাবস্থায় খালপাড় এলাকার মসজিদে তার সন্ধান করে মাইকিং করা হয়।
তিনি আরও বলেন, ওই শিশুর বাবা কাজ শেষ করে শহর থেকে বাড়িতে এসে জানতে পারেন তার ছেলে নিখোঁজ। পরে তিনিও তার সন্তানকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে প্রায় ৫ ফুট গভীর একটি গর্তে নামতেই মৃত অবস্থায় ছেলেকে খুঁজে পান তিনি। পরে মৃত ছেলেকে কোলে করে নিয়ে গর্ত থেকে উঠে আসেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি শুনেছি। তবে নিহত শিশুর পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: