সালিসে ডেকে সাবেক সেনাসদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ

নরসিংদীর বেলাবতে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য সালিসে ডেকে সাবেক এক সেনাসদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সালিসে ডেকে সাবেক সেনাসদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ
সালিসে ডেকে সাবেক সেনাসদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীর বেলাবতে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য সালিসে ডেকে সাবেক এক সেনাসদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেলে বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আবু লায়েছ মিয়া। এর আগে গতকাল বুধবার দুপুরে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর গ্রামের একটি বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। সালিস চলাকালীন হামলাকারীরা মো. আবু লায়েস মিয়াকে রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। বর্তমানে তিনি বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সাবেক ওই সেনাসদস্যের লিখিত অভিযোগে বলা হয়েছে, মো. আবু লায়েছ মিয়ার সঙ্গে তাঁর সৎভাই শহীদুল্লাহ ও চাচাতো ভাই মৃত সুরুজ মিয়ার ছেলেদের জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল বুধবার দুপুরে ওই সালিসের মাধ্যমে বিরোধ মিমাংসা করার কথা বলে সুরুজ মিয়ার ছেলে হুমায়ুন কবির তাঁকে স্থানীয় একটি বিদ্যালয়ে ডেকে নেন। সালিস চলাকালীন বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সৎভাই শহীদুল্লাহ, তাঁর ছেলে শফিকুল, সুরুজ মিয়ার ছেলে হুমায়ুন কবিরসহ পাঁচ–ছয়জন দেশীয় অস্ত্র নিয়ে মো. আবু লায়েছ মিয়ার ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা তাঁকে রড দিয়ে পিটিয়ে আহত করেন এবং তাঁর শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে উপস্থিত স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মো. আবু লায়েছ মিয়া বলেন, ‘আমাকে মেরে ফেলার জন্যই জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে তারা ওই সালিসে ডেকে নিয়ে গিয়েছিল। আমার দেওয়া লিখিত অভিযোগটি তদন্ত করে মামলা হিসেবে নেওয়া হোক এবং আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’ সেনাবাহিনীর সাবেক সদস্য লায়েছ মিয়ার ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন তাঁর ভাতিজা শফিকুল ইসলাম। 

এ বিষয়ে জানতে চাইলে বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিয়া সুলতানা বলেন, ‘এই ঘটনা মীমাংসার জন্য আগামী রোববার আরেকটি সালিস বৈঠক ডাকা হয়েছে। দেখি ওই দিন ঘটনাটি মীমাংসা করতে পারি কি না।’ এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, ‘অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom