সীমা অতিক্রম করছে যুক্তরাষ্ট্র, কিমের বোনের হুঁশিয়ারি
ইউক্রেনকে ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনকে ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করছে।
শনিবার (২৭ জানুয়ারি) কেসিএনএকে দেওয়া বিবৃতিতে কিম ইয়ো জং আরও বলেন, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উত্তর কোরিয়ারও একই অবস্থান থাকবে।
মার্কিন যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ঘোষণা দেয়, তারা ইউক্রেনকে সবচেয়ে উন্নত যুদ্ধ ট্যাংকগুলোর ৩১টি সরবরাহ করবে। জার্মানির লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রও জানিয়ে দেয় এ তথ্য।
কিম ইয়ো জং বিবৃতিতে আরও বলেছেন, ‘আমি ইউক্রেনকে সামরিক অস্ত্র সরবরাহ করে যুদ্ধের পরিস্থিতি বাড়িয়ে দেওয়ার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি।’
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর ‘সার্বভৌম রাষ্ট্রগুলোর প্রতি আত্মরক্ষার নামে অপবাদ দেওয়ার অধিকার বা যৌক্তিকতা নেই।’
বুধবার (২৫ জানুয়ারি), জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেনে নিজেদের ১৪টি লেপার্ড- ২ ট্যাংক পাঠানোর ঘোষণা দেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইউক্রেনে ৩১টি এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র।
আগামী সপ্তাহে ইউক্রেনে চারটি অত্যাধুনিক লেপার্ড ২ এ-ফোর ট্যাংক পাঠানোর কথা জানিয়েছে কানাডা। তাছাড়া, ট্যাংকগুলো কীভাবে চালাতে হয়, ইউক্রেনীয় সৈন্যদের তা শেখাতে কানাডিয়ান সশস্ত্র বাহিনীর প্রশিক্ষকদেরও সেখানে পাঠানো হবে।
উত্তর কোরিয়া গতবছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এসবের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএমএস) রয়েছে। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার কারণে উত্তর কোরিয়ার অস্ত্র রপ্তানি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।
ইউক্রেনে মস্কোর আগ্রাসন সমর্থনে রাশিয়ার ‘ভাড়াটে বাহিনী’, ওয়াগনার গ্রুপ উত্তর কোরিয়ার রকেট ও ক্ষেপণাস্ত্রের একটি চালান পেয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন দাবি ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানিয়েছিল উত্তর কোরিয়া।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: