সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবলাররা

সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবলাররা

প্রথম নিউজ, ঢাকা টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছেন বাংলাদেশের মেয়েরা। নেপালকে হারিয়ে শিরোপা জিতে দেশে ফিরেছেন সাবিনা-ঋতুপর্ণারা। জয়ের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কৃতী নারী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আজ শনিবার (২ নভেম্বর) সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা।

সংবর্ধনা নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন তারা। কিছুক্ষণ পরেই সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত ৩০ নভেম্বর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। শিরোপা জয়ের পরপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে নারী দলকে। জানানো হয় দিনক্ষণ।

আজ নির্ধারিত দিনে সংবর্ধনা নিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হন সাবিনা-ঋতুপর্ণারা।

এর আগে নারী দলের অভাবনীয় এই সাফল্যে প্রধান উপদেষ্টার পাশাপাশি তাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। অভিনন্দন জানানোর পাশাপাশি নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি।

এছাড়া নেপাল থেকে দেশে ফেরার পর ছাদখোলা বাসের মাধ্যমে রাজসিক সংবর্ধনা দিয়ে তাদের বরণ করে নিয়েছে বাফুফে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হয় তাদের।