অ্যান্টিগায় সাকিব চনমনে বাংলাদেশ

সাকিব আল হাসান অ্যান্টিগায় দলের সঙ্গে যোগ দিয়েছেন

অ্যান্টিগায় সাকিব চনমনে বাংলাদেশ
অ্যান্টিগায় সাকিব চনমনে বাংলাদেশ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সাকিব আল হাসান অ্যান্টিগায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। রোববার রাতে একটি মনোরম স্পটে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। ছবিতে ক্রিকেটারদের মধ্যমণি সাকিব। তাকে ঘিরে মাহমুদুল হাসান, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজরা। এদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ।

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছ থেকে ডিউক বলে ভালো করার দীক্ষা নিয়েছেন মোস্তাফিজ। ডিউক বলে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের বেশিরভাগ পেসারের। তাই এটি একটি নতুন চ্যালেঞ্জ তাদের জন্য। ১৬ মাস পর টেস্টে নামার অপেক্ষায় মোস্তাফিজ। প্রস্তুতি ম্যাচে তিন উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি পেসার। চার উইকেটে ২০১ রান নিয়ে তৃতীয়দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ ধাক্কা খায় শুরুতে। মোস্তাফিজ নেন এক ওভারে দুই উইকেট। তারা আট উইকেটে ৩৫৯ রানে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করেছিল সাত উইকেটে ৩১০ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান ও মেহেদী হাসান বেশ কিছু সময় কাটিয়ে দেন। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি মুমিনুল হক। প্রথম ইনিংসে শূন্যতে ফেরার পর দ্বিতীয় ইনিংসে চার রান করেন তিনি। ২০ ওভারে বাংলাদেশ এক উইকেটে ৪৭ করার পর ড্র হয় ম্যাচ।

প্রস্তুতি ম্যাচে তিন উইকেট নেওয়া পেসার ইবাদত হোসেন বলেন, ‘ম্যাচ ভালোই হয়েছে। আমাদের ব্যাটাররা ভালো করেছে। তামিম ভাই দেড়শ রান করেছেন। শান্ত ফিফটি। অন্যরাও ভালো ব্যাটিং করেছে।’ বোলিং নিয়ে ইবাদত বলেন, ‘বোলিংয়ের দিক থেকেও আমরা সবাই ভালো করেছি। মোস্তাফিজ পাঁচ ওভারে নিয়েছে তিন উইকেট। প্রস্তুতি হিসাবে তিনদিনের ম্যাচ আমরা উপভোগ করেছি।’

বৃহস্পতিবার প্রথম টেস্ট শুরু হবে। পাকিস্তানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে ক্যারিবীয়রা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom