আমাদের জন্য এটি লজ্জার, যে একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে : সাবের হোসেন চৌধুরী
বিশ্বকাপে ব্যর্থতার পর উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। চলছে আলোচনা সমালোচনা।
প্রথম নিউজ, ঢাকা: বিশ্বকাপে ব্যর্থতার পর উত্তপ্ত ক্রিকেটাঙ্গন। চলছে আলোচনা সমালোচনা। অনেকে ধুয়ে দিচ্ছেন ক্রিকেটারদের। ছাড় পাচ্ছে না কোচিং স্টাফরাও। কেউ কেউ আঙুল তুলছেন বিসিবির কর্তাদের দিকে। তেমনই একজন সাবের হোসেন চৌধুরী। সাবেক বিসিবির এই সভাপতি বেশ ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেছেন বর্তমান ক্রিকেট কর্তাদের। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ পাপন সাহেবের অধীনে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে। এটা সবসময়ই তার ব্যর্থতা, যে আমাদের ক্রিকেটটা চালায়। আমাদের জন্য এটি লজ্জার, যে একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’
সেমির স্বপ্ন নিয়ে এবার বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। বাছাই পর্ব কোনোরকম পার করতে পারলেও সুপার টুয়েলভে টাইগাররা ছিলেন চরম ব্যর্থ। হেরে যায় পাঁচটি ম্যাচ। দুটি ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করতে পেরেছিল মাহমুদউল্লাহরা। তা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এই দুটি দলও বিদায় নিয়েছে সুপার টুয়েলভ থেকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: