নির্বাচনী সহিংসতায় নিহত পরিবারের দীর্ঘশ্বাস তাড়া করে : ইসি রফিকুল
ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিডিআর, র্যাব, পুলিশ পর্যাপ্ত পরিমাণের নিয়োগ করেছি

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নির্বাচন কমিশনার (ইসি) মো: রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনী সহিংসতায় যাদের হত্যা করা হয়, ওই লোকের স্ত্রী-সন্তানের দীর্ঘশ্বাস আপনাদের সবাইকে কিন্তু তাড়া করে মারবে। আমাকেও কিন্তু বাদ দিবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, দীর্ঘশ্বাস আপনারা বহন করবেন না।
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রার্থীদের ঝুকিপূর্ণ কেন্দ্রের বিষয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, কোনো কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে আমি বিডিআর, র্যাব, পুলিশ পর্যাপ্ত পরিমাণের নিয়োগ করেছি। আপনাদের পেটানোর জন্য নয়, আপনাদের ওপর গুলি চালানোর জন্য নয়। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ নষ্ট করতে আসে তাহলে তাকে যেন প্রতিহত করতে পারি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি কাউকে কোনো অবস্থাতেই ছাড় দিবো না। আমি দীর্ঘশ্বাস নিতে চাই না।
সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: