স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আংশিক কমিটি ঘোষণা
মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আংশিক কমিটি হলো: সভাপতি মো. শেখ ফরিদ হোসেন, সিনিয়র সহ সভাপতি মো. লিটন মাহমুদ বাবু, সহ সভাপতি নাছির উদ্দীন আহম্মেদ পলাশ, মোস্তফা কামাল হৃদয়, রাজিব আহমেদ, মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেল, যুগ্ম সম্পাদক চাঁন মিয়া সর্দার এবং সাংগঠনিক সম্পাদক এস এ খোকন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান মঙ্গলবার এ কমিটি অনুমোদন করেন বলেও বিবৃতিতে জানানো হয়।