২৮শে অক্টোবর সরকারের বিরুদ্ধে শেষ লড়াইয়ের শুরু: মান্না
মঙ্গলবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যে যোগদান ও আলোচনা সভা এসব কথা বলেন তিনি।
প্রথম নিউজ, অনলাইন: সরকার পতনের একদফা আন্দোলন প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন আর পেছনে ফেরার সময় নেই। সামনে কেবল শেষ লড়াই। দখলদার সরকার দেশে, বিদেশে বন্ধুহীন, এতিম হয়ে পড়েছে। গণতন্ত্রকামী মানুষ জেগে উঠেছে। আগামী ২৮শে অক্টোবর থেকে শেষ লড়াইয়ের শুরু। একের পর এক এমন কর্মসূচি দেবো, ওরা (সরকার) পালাবার পথ পাবে না। কয়েকটা দিন অপেক্ষা করেন।
মঙ্গলবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যে যোগদান ও আলোচনা সভা এসব কথা বলেন তিনি। চাকসুর সাবেক মিলনায়তন বিষয়ক সম্পাদক সৈয়দ মাহবুব ই জামিল এবং বিশিষ্ট ব্যবসায়ী এম এ শাক্কুর আলম নাগরিক ঐক্যে যোগদান করেন। এম এ শাক্কুর আলমের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার বেশ কয়েকজন নাগরিক ঐক্যে যোগদান করেন। দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না তাদের ফুল দিয়ে শুভেচ্ছা করেন।
সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এবারের লড়াই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লড়াই, এবারের লড়াই জনগণের অর্থনৈতিক মুক্তির লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। এই সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের রাজনীতিতে যোগদান নিশ্চয়ই নতুন সূর্যের পূর্বাভাস দেয়।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশকে বাঁচাতে, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের জনগণকে বাঁচাতে সেই লড়াইয়ে আপনাদের সবাইকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সেই শেষ লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।
যোগদান করা এম এ শাক্কুর আলম তার বক্তব্যে বলেন, দেশের এই ক্রান্তিকালে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে মানবিক, গণতান্ত্রিক, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নিয়ে নাগরিক ঐক্যে যোগদান করে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবো।
সৈয়দ মাহবুব ই জামিল বলেন, এই সরকার দেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার দায়িত্ব আমাদেরকে নিতে হবে৷ মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে সেই কাজে অংশ নেবার উদ্দেশ্যেই আজকে আমার নাগরিক ঐক্যে যোগদান।