‘সেন্টমার্টিন বিক্রির কথা বলে প্রধানমন্ত্রী সুবিধা পেতে চান’

বিএনপি কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে।

‘সেন্টমার্টিন বিক্রির কথা বলে প্রধানমন্ত্রী সুবিধা পেতে চান’

প্রথম নিউজ, অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি সেন্টমার্টিন দ্বীপ বা বাংলাদেশকে বিদেশিদের কাছে বন্ধক দিয়ে ক্ষমতায় আসতে চায়’। তার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বুধবার প্রধানমন্ত্রী সেন্টমার্টিন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা ‘বানোয়াট ও ভিত্তিহীন’।  বিএনপি কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেয়নি, বরং সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। সেন্টমার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা রাজনৈতিক কৌশল। গতকাল সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এর আগে বুধবার দুপুরে সুইজারল্যান্ড সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সেন্টমার্টিন ও বিএনপি নিয়ে মন্তব্য করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই কথাগুলো বলে প্রধানমন্ত্রী কিছু সুবিধা পেতে চান। সেই সুবিধা যদি উল্টো হয়... এটা উনি বুঝেন না। 

উনি এসব কথা বলেছেন উনার অফিশিয়াল পজিশন অ্যাজ প্রাইম মিনিস্টার থেকে? নাকি অ্যাজ প্রেসিডেন্ট অব আওয়ামী লীগ?’ বিএনপি মহাসচিব প্রশ্ন তুলে বলেন, এখন আমি তাকেই (প্রধানমন্ত্রী) জিজ্ঞাসা করতে চাই, উনি বিএনপি’র বিরুদ্ধে যে মিথ্যা, সর্বৈব মিথ্যা, বানোয়াট অভিযোগ করেছেন তা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পড়ে কিনা?  সরকার প্রধানের এই বক্তব্য পলিটিক্যাল স্ট্যান্ড কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা সম্পূর্ণ স্ট্যান্ড, উনি এটা বলে, তারপরে উনি যেটা বলেছেন, আমি একবিন্দু জীবন থাকতে দেবো না, এই কথাটা সম্পূর্ণ স্ট্যান্ড।

উনি যখন হেরে গেলেন ২০০১ সালের নির্বাচনে তখনো উনি একই কথা বলেছেন।’  বিএনপি দেশ বিক্রি করেনি, স্বাধীনতা রক্ষায় কাজ করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটা দল যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতার রক্ষায় সব সময় ত্যাগ স্বীকার করে এসেছে।