রাজবাড়ীতে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ীতে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া একই মামলার অন্য একটি ধারায় প্রত্যেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অভয়নগর গ্রামের মো.আক্কাস শেখের ছেলে শিপন শেখ (২৫) এবং ফরিদপুরের বোয়ালমারী থানার সতৈর গ্রামের মৃত আকমল শেখের ছেলে বক্কর শেখ (২৮)।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ আগস্ট সকাল ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামের গড়াই নদের বেড়িবাঁধের পাশে কলমি লতা ও পাটকাঠি দিয়ে ঢাকা অজ্ঞাতনামা পুরুষের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় বালিয়াকান্দি থানা পুলিশের এসআই নুর মোহাম্মদ বাদী হয়ে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ শিপন শেখ ও বক্কর শেখকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ সাপেক্ষে আদালত আজ এই রায দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, এ মামলায় আসামিরা খালাস পাওয়ার যোগ্য। উচ্চ আদালতে আমরা আপিল করবো।