চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছে থেকে ৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছে থেকে ৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ওই যাত্রীকে। শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার সুমন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর নিরাপত্তা গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয়, প্রায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণসহ যাত্রী সোহেলকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ২৬টি বার, ৬টি গলানো স্বর্ণের প্লেট, ৩টি গোল্ড পিন্ড, ৫টি হাতের বালাসহ আরও কয়েকটি গহনা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ সোহেলের কাছ থেকে স্বর্ণ জব্দ করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: