লিথুয়ানিয়া-লাটভিয়ার গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ
লিথুয়ানিয়া ও লাটভিয়ায় সংযুক্তকারী একটি গ্যাস পাইপলাইনে শুক্রবার রাতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে
প্রথম নিউজ, ডেস্ক : লিথুয়ানিয়া ও লাটভিয়ায় সংযুক্তকারী একটি গ্যাস পাইপলাইনে শুক্রবার রাতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।
কিন্তু সেখানে হামলার কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে লিথুয়ানিয়ার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অ্যাম্বার গ্রিড। খবর আনাদোলুর।
লিথুয়ানিয়ার উত্তরাঞ্চলে লাটভিয়ার সীমান্তের নিকটবর্তী পাসভালিসে শুক্রবার রাতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লিথুয়ানিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এলআরটিতে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আগুনের শিখায় রাতের আকাশ আলো হয়ে আছে।
বিস্ফোরণের পর আগুনের শিখা ৫০ মিটার পর্যন্ত উঠে গিয়েছিল এবং অন্ততপক্ষে ১৭ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল।
তবে বিস্ফোরণে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। লিথুয়ানিয়ার পাইপলাইন গ্রিড কোম্পানির প্রধান নির্বাহী জানিয়েছেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে অ্যাম্বার গ্রিডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নেমুনাস বিকনিয়ুস বলেছেন, প্রাথমিকভাবে আমরা বিস্ফোরণের কোনো কারণ খুঁজে পাইনি, কিন্তু তদন্তে সম্ভাব্য সব কিছুই খতিয়ে দেখা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: