রেফারির কারণে ম্যানইউকে হারাতে পারেনি বার্সা!

বৃহস্পতিবার রাতে ন্যু-ক্যাম্পে উয়েফা ইউরোপা লীগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সা-ম্যানইউ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

রেফারির কারণে ম্যানইউকে হারাতে পারেনি বার্সা!

প্রথম নিউজ, খেলা ডেস্ক: অনুমিতভাবে উত্তেজনা ছড়িয়েছে বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ। ধুন্ধুমার লড়াইয়ে জয় পায়নি কোনো দল। সমতায় শেষ হয় ৪ গোলের রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা। বৃহস্পতিবার রাতে ন্যু-ক্যাম্পে উয়েফা ইউরোপা লীগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সা-ম্যানইউ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তবে বার্সা কোচ জাভি হার্নান্দেজের দাবি, ম্যাচ রেফারির কারণে নিশ্চিত পেনাল্টি পায়নি তার দল। তাতে জয়বঞ্চিত হয় ব্লাউগ্রানারা।

ঘরের মাঠে ৫০তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। গোলটি করেন মার্কো আলোনসো। তার দুই মিনিট পর মার্কাস রাশফোর্ডের গোলে সমতা টানে ম্যানইউ। ৫৯তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সা। মানইউর আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন বার্সার ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। ৭৬তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার গোলে সমতায় ফেরে বার্সা। তার চার মিনিট পর আরেকটি আক্রমণে ওঠে স্বাগতিকরা। এ সময় বার্সার স্প্যানিশ মিডফিল্ডার সার্জি রবার্তোর প্রচেষ্টা প্রতিহত করতে গিয়ে হাতে বল লেগে যায় ম্যানইউর ফ্রেডের। এরপর ভিএআরের সাহায্যে বার্সার পেনাল্টির আবেদন নাকোচ করে দেন ম্যাচ রেফারি।

ম্যাচ শেষে পেনাল্টি বিতর্ক নিয়ে বার্সা কোচ জাভি বলেন, ‘আমি রেফারিকে বলেছিলাম যে, এটা স্পষ্ট পেনাল্টি। খালি চোখে দেখা যাচ্ছে এটি হ্যান্ডবল। সে বলেছে, এটি হ্যান্ডবল নয়। আমার মতে, এটা পরিষ্কার পেনাল্টি ছিল।’ গত বছর চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বে ইন্টার মিলানের বিপক্ষে এক ম্যাচে পেনাল্টির আবেদন করে সাড়া পায়নি বার্সেলোনা। সেই প্রসঙ্গ টেনে জাভি বলেন, ‘চ্যাম্পিয়নস লীগে ইন্টার মিলানের বিপক্ষেও আমাদের একই অভিজ্ঞতা হয়েছিল। আমি জানি না কীভাবে হ্যান্ডবল হলে আমরা পেনাল্টি পাব। আমার কাছে এটা অবিশ্বাস্য।’

ম্যাচের ফল নিয়ে অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন জাভি। তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট। আমরা ম্যাচ ড্র করতে চাই না। জায়ান্ট এক প্রতিপক্ষের মোকাবিলায় আমরা যথেষ্ট লড়াই করেছি। তারা ইউরোপের অন্যতম সেরা দল। আমরা ম্যাচে সমতা ফিরিয়েছি। কিছু সময় তাদের শাসন করেছি। সবমিলিয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের মানসিকতা দেখিয়েছি আমরা।’ আগামী ২৩শে ফেব্রুয়ারি দ্বিতীয় লেগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের আতিথ্য নেবে বার্সেলোনা। সেই ম্যাচে যে দল বিজয়ী হবে, তারা পৌঁছে যাবে পরের রাউন্ডে। জাভি বলেন, ‘ওল্ড ট্রাফোর্ডে রোমাঞ্চকর একটি ম্যাচ হতে চলেছে। সেখানে জয় পাওয়ার সামর্থ্য আমাদের আছে। ড্র হওয়া সত্ত্বেও আমি দলকে নিয়ে গর্ববোধ করছি।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: