যশোর-চুকনগর মহাসড়কে পড়েছিল দুই যুবকের বিকৃত লাশ, যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আরেকজন
বুধবার রাত ১২টার দিকে যশোরের মনিরামপুর সরকারি কলেজ সংলগ্ন মহাসড়কে ওপর তিনজনকে এ অবস্থায় দেখে সড়কে চলাচলরত বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে।
প্রথম নিউজ, যশোর: গভীর রাতে যশোর-চুকনগর মহাসড়কে পড়েছিল দুই যুবকের বিকৃত লাশ। লাশ দুটির একটু দুরেই আরেকজন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। বুধবার রাত ১২টার দিকে যশোরের মনিরামপুর সরকারি কলেজ সংলগ্ন মহাসড়কে ওপর তিনজনকে এ অবস্থায় দেখে সড়কে চলাচলরত বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ ও গুরুতর জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছেন, মোটরসাইকেলের সঙ্গে কোনো যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটতে পারে।
নিহতদের মধ্যে একজনের নাম মাসুদ রানা। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে এবং অপরজন কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের সামাদ শেখের ছেলে রুবেল শেখ (২৪)। গুরুতর আহত চুকনগরের নরনিয়া গ্রামের আলী মোড়লের ছেলে রাকিব হোসেনকে (২৫) রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহত মাসুদ রানার প্রতিবেশি ভাই রিপন হোসেন জানান, মাসুদ রানা পেশায় মোটরসাইকেলচালক ও রাকিব মোটরযানের সার্ভিসিং মেকার। গাড়ির (বাস/ট্রাক) যন্ত্রাংশ কিনতে ঘটনার দিন বিকালে তারা যশোরে যান। রাতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ওই রাতেই দুই লাশ ও আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চূর্ণ-বিচূর্ণ সুজুকি মোটরসাইকেল পাওয়া গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: