মৌসুমির ‘ভাঙন’ সহসাই

এ বছর অক্টোবরে সিনেমাটি মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন পরিচালক মির্জা শাখাওয়াত হোসেন।

মৌসুমির ‘ভাঙন’ সহসাই
 চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা ‘ভাঙন’

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা ‘ভাঙন’ অচিরেই আসছে পর্দায়। গত বুধবার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। এ বছর অক্টোবরে সিনেমাটি মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন পরিচালক মির্জা শাখাওয়াত হোসেন। ‘ভাঙন’ মূলত ভাসমান মানুষদের জীবনের গল্প। এই শহরের সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠী অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কেউ নদীর ভাঙনে ঘরহারা, কেউ সমাজে নানাভাবে বঞ্চিত হয়ে বাঁচার জন্য আশ্রয় নিয়েছেন এই শহরে। পরিচালক জানালেন, সেন্সর বোর্ড থেকে বেশ প্রশংসা পেয়েছেন ছবিটির জন্য। তারা জানিয়েছে, সমাজে এ ধরনের গল্পগুলো তুলে ধরার প্রয়োজন। ইতিমধ্যে বুকিং এজেন্ট থেকেও মৌসুমী অভিনীত সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছে। দীর্ঘদিন পরে মৌসুমী অভিনীত প্রধান চরিত্রের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। আমরা সিনেমাটি মুক্তির জন্য শিডিউল বুকিং শুরু করেছি। সিনেমায় ফেরি করে চুরি ফিতা বিক্রেতার চরিত্রে অভিনেত্রী মৌসুমীকে দেখা যাবে। দীর্ঘ বিরতি দিয়ে তিনি ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে নাম লেখান। এরআগে গত বছর তার অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। প্রায় ৯ বছর পরে এই অভিনেত্রীকে বড় পর্দায় দেখা গিয়েছিল। সিনেমায় আরও অভিনয় করেছিলেন ডিপজল। সিনেমাটি করোনার প্রভাব থাকা অবস্থায় মুক্তি পাওয়ায় দর্শক টানেনি। ছবিটি প্রসঙ্গে মৌসুমী বলেন, রেলস্টেশনে এসে জড়ো হওয়া কিছু ছিন্নমূল মানুষের গল্পের ছবি ‘ভাঙন’। এখানে ফেরিওয়ালার চরিত্রে অভিনয় করছি। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে ছবি দুটি দর্শকের ভালো লাগবে। ‘ভাঙন’ সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায় প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom