ঘরে আরিয়ান, শাহরুখের জন্মদিনের উৎসবও ঘরেই!
প্রথম নিউজ, ডেস্ক : আরিয়ান ঘরে ফিরতেই উৎসবের আমেজ শাহরুখের মান্নাতে। কিছুদিন আগেও কিন্তু এমন পরিবেশ ছিল না। আরিয়ানের জামিন ঘিরে অনিশ্চয়তা থাকায় ঠিক হয়েছিল উৎসব উদযাপন হবে না বাড়িতে।
শাহরুখের জন্মদিনের ঠিক দুদিন আগেই ঘরে ফিরলেন আরিয়ান খান। অনুরাগী মহলে প্রশ্ন কঠিন সময় পেরিয়ে কীভাবে নিজের এই বিশেষ দিন উদযাপন করবেন ‘বাদশা’? বারান্দায় এসে কি হাত নাড়বেন চিরাচরিত ভঙ্গিতে?
খান পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, এবার ছিমছাম জন্মদিন পালন করবেন শাহরুখ খান। ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনও পালিত হবে ঘরোয়াভাবেই।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি বলেছেন, ‘এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ খান। কঠিন সময়ে পাশে থাকার জন্য তাদের ধন্যবাদ জানাবেন তিনি।’
ছেলের গ্রেফতারের পরই সব কাজ থামিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ান জামিন পেতেই কাজে ফিরছেন ‘বাদশা’। ব্যক্তিগত কারণে আর অপেক্ষা করাতে চাইছেন না প্রযোজকদের। তাই ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’! কিং খানের ভূমিকায় ফিরে আসছেন শাহরুখ খান। খুব তাড়াতাড়িই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: