মরুর বুকে মেসি রোনালদোর ৯ গোলের রোমাঞ্চ
ফ্রান্সের পিএসজি বনাম সৌদি আরবের দুই ক্লাব আল নাসর এবং আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ একাদশেরম্যাচটি তাই প্রীতি ম্যাচ ছাপিয়ে হয়ে উঠে মেসি-রোনালদোর ম্যাচ।
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: মুখোমুখি বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা-লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো দুই মহাতারকার হয়তো ক্যারিয়ারে এটাই শেষবারেরমতো মুখোমুখি খেলতে নামা।ফ্রান্সের পিএসজি বনাম সৌদি আরবের দুই ক্লাব আল নাসর এবং আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ একাদশেরম্যাচটি তাই প্রীতি ম্যাচ ছাপিয়ে হয়ে উঠে মেসি-রোনালদোর ম্যাচ। বহুল প্রতীক্ষিত এই লড়াইটি হতাশ করেনি ফুটবলপ্রেমীদের।পয়সা উসুল এক ম্যাচ উপভোগ করেছেন তারা।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচে দুই দল মিলিয়ে করেছে ৯ গোল।হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরমেসি-নেইমার-এমবাপের পিএসজি ৫-৪ ব্যবধানে হারিয়েছে রোনালদোর রিয়াদ একাদশকে। ম্যাচে রোনালদো দুটি আর মেসিকরেন একটি গোল।
গোলবন্যার এই ম্যাচে তৃতীয় মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে মেসি গোল করলে এগিয়ে যায় পিএসজি (১-০)। ৩৪ মিনিটেপেনাল্টি থেকে সমতা ফেরান রোনালদো (১-১)। এর পাঁচ মিনিটের মাথায় বার্নাট লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয়ফরাসি ক্লাবটি। তবে তাদের গতি কমেনি তাতে। ৪৩ মিনিটে এমবাপের অ্যাসিস্ট থেকে ২-১ করেন পিএসজির মারকুইনহোস।প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু নেইমার সুযোগ কাজে লাগাতে পারেননি। এরকিছুক্ষণ পরই আরও এক গোল করে সমতা ফেরান রোনালদো (২-২)।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে এমবাপ্পের অ্যাসিস্ট থেকে ফের পিএসজিকে এগিয়ে দেন সার্জিও রামোস (৩-২)। তিন মিনিট পর জাঙেরগোলে আবার সমতায় রিয়াদ একাদশ (৩-৩)।
৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে (৪-৩)।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: