মিঠামইনে হাওরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার হাসনপুর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 মিঠামইনে হাওরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
তানজিব সারোয়ার হিমেল

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে গোসলে নেমে নিখোঁজ তানজিব সারোয়ার হিমেলের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার হাসনপুর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাত ১০টার দিকে হাওরের পানিতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজের সংবাদ পাই। বৃহস্পতিবার ভোরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সকাল সোয়া ১০টার দিকে উপজেলার হাসনপুর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক যেখানে নিখোঁজ হন তার ২০ ফিট দূরেই তার মরদেহ পাওয়া গেছে।

নিহত হিমেল কিশোরগঞ্জ শহরের গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। হিমেলের স্বজনরা জানান, বুধবার বিকেলে হিমেল ও তার পরিবারের লোকজন করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে ভাড়া করা ট্রলারে মিঠামইন হাওরে ঘুরতে যান। সারা দিন হাওর ঘুরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিঠামইনের হাসনপুর ব্রিজের কাছে গোসল করতে পানিতে নামেন হিমেল ও তার দুই বন্ধু। পরে দুই বন্ধু পাড়ে উঠলেও প্রবল স্রোতে তলিয়ে যান হিমেল। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom