মার্চ ফর ইউনিটি: শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
মঙ্গলবার ভোর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে জাড়ো হতে থাকেন তারা।
প্রথম নিউজ, অনলাইন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ভোর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে সেখানে জাড়ো হতে থাকেন তারা।
এদিন সকাল থেকে খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, নওগাঁ, পঞ্চগড়সহ বিভিন্ন জেলা থেকে গাড়ি নিয়ে শহীদ মিনার এলাকায় আসতে দেখা যায় শিক্ষার্থীদের। গভীর রাতে কর্মসূচি ঘোষণার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল ও জেলাগুলো থেকে মানুষজন কিছুটা দেরিতে রওনা দিয়েছেন বলে জানান আয়োজকেরা। ‘মুজিববাদ নিপাত যাক’, ‘বিপ্লবীদের রক্ত বৃথা যেতে পারে না’ ও ‘দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
আজ বিকাল বেলা ৩টায় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’ হওয়ার কথা ছিলো। পরে সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’ এর পরিবর্তে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল।