শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৪০)
প্রথম নিউজ,শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজার এলাকার টু স্টার বোর্ডিং (আবাসিক হোটেল) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৪০)। তিনি দীর্ঘদিন ধরে নতুন বাজারের আশপাশে লেবু কেনাবেচা করতেন। তার বাড়ি শাহীবাগ এলাকায়। তিনি ওই হোটেলেও কাজ করতেন।
হোটেলের ম্যানেজার মো. আব্দুল কাউয়ুম বলেন, এই নারী আমাদের বোর্ডিংয়ের নিচে বাজারে লেবু, নাগা মরিচ ইত্যাদি কেনাবেচা করতো। আমাদের বোর্ডিংয়ে মাঝে মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতো। আজ বিকেলের দিকে হঠাৎ করে আমরা বোর্ডিংয়ের তিনতলার বাথরুমে মরদেহ দেখে পুলিশে খবর দেই।
মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল সহিদুল হক মুন্সি বলেন, আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। নারীর ঘাড়ে ও হাতে দায়ের কোপের দাগ রয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: