মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের
প্রথম নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসিফ মাহমুদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মাছিমনগর গ্রামে লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রামের একটি কলেজে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পরিবার ও স্থানীয় লোকজন জানায়, আসিফ মোটরসাইকেল চালিয়ে রামগঞ্জ থেকে জেলা শহরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে এলে তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আসিফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আসিফকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতাল আনার আগেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ঘটনাটি শুনেছি। তবে কারো কোনো অভিযোগ নেই।