ভুটানকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে পর্দা উঠেছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের।

ভুটানকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
ভুটানকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ফলাফলটা অনুমেয়ই ছিল। তবে ব্যবধানটা যে এত বড় হবে তা ভাবেননি অনেকেই। সাফ অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবলে ভুটানকে উড়িয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে পর্দা উঠেছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের। লিগভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। 

ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেললেও গোলের সুযোগ আসছিল না লাল-সবুজের মেয়েদের সামনে। অবশেষে ম্যাচের ১৬ মিনিটে গোলের মুখ দেখে বাংলাদেশ। সেই শুরু। ম্যাচের শেষ অবধি গোলের তৃষ্ণা মেটায় রুমা বাহিনী।  বাংলাদেশের হয়ে তৃষ্ণা রানী ও থুইনুই মারমা দুটি করে এবং সুলতানা আক্তার, সুরভী, বদলি ফরোয়ার্ড মুন্নি ও বদলি ফরোয়ার্ড সাগরিকা একটি করে গোল করেন। ভুটানের হয়ে এক গোল শোধ দেয় প্রিয়া ঘালি­। বাংলাদেশের পরের ম্যাচ বুধবার। বিকাল সোয়া ৩টায় রাশিয়ার বিপক্ষে।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: