গায়ক উদিত নারায়নের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, নিহত

গায়ক উদিত নারায়নের অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, নিহত

প্রথম নিউজ, অনলাইন:   বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সংগীতশিল্পীর স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে দাউদাউ করে আগুন জ্বলছে।
 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরে গায়কের বিল্ডিং স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ারসার্ভিসের আটটি ইউনিট। প্রতিবেদনে আরও বলা হয়, বিল্ডিংয়ের দিকে যাওয়ার পুরো রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় । পাশাপাশি আগুনের খবর ছড়িয়ে পড়তেই বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছিল।


কীভাবে এই অগ্নিসংযোগ ঘটল বর্তমানে সেই তদন্ত চলছে। কর্তৃপক্ষের অনুমান, বিদ্যুৎ সংক্রান্ত কোনও কারণে ঘটে থাকতে পারে। অন্য দিকে, এক প্রত্যক্ষদর্শীর কথায়, একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। সেই প্রদীপ থেকে সামনে থাকা পর্দায় আগুন ধরে যায়।
বাড়ির গৃহিণী ছুটে গিয়ে নীচে নিরাপত্তারক্ষীকে জানান বিষয়টি। তত ক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে বহুতলে।

উদিত নারায়ণ ১৯৫৫ সালের ১ ডিসেম্বর মৈথিলী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম উদিত নারায়ণ ঝা। উদিত তার মায়ের ঘরে জন্মগ্রহণ করেন এবং সেখান থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করেন।
এরপর তিনি নেপাল থেকে ইন্টার্ন করেন। উদিত ১৯৭০ সালে ১৫ বছর বয়সে রেডিও নেপালে মৈথিলি এবং নেপালি গান উপস্থাপন করা শুরু করেন।
 

১৯৮০ সালে ‘উনিশ-বিশ’ সিনেমায় মো. রফির সঙ্গে বলিউডে গান শুরু করেন। এরপর কিশোর কুমারের সঙ্গে গান করারও সুযোগ পান তিনি। ১৯৮৮ সালে, আমির খান এবং জুহি চাওলার ‘কেয়ামত সে কেয়ামত’ সিনেমায় দিয়ে তিনি তার জনপ্রিয়তা তৈরি করেছিলেন। এই ছবির ‘পাপা কেহেতে হ্যায়’ গানটি বেশ জনপ্রিয়তা পায় এবং এই গানটির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পান। উদিত চারবার জাতীয় পুরস্কার এবং পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।