সোনম কাপুরের গয়না চুরির টাকায় গাড়ি কিনল নার্স

সোনম কাপুরের গয়না চুরির টাকায় গাড়ি কিনল নার্স
সোনম কাপুরের গয়না চুরির টাকায় গাড়ি কিনল নার্স-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বাসা থেকে নগদ অর্থসহ সাড়ে ৩ কোটি রুপির স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় দিল্লি পুলিশ শাখা দেব ভার্মা নামে এক স্বর্ণকারকেও গ্রেফতার করেছে যিনি চুরি করা গয়না কিনেছিলেন।

আর এরপরই জানা যায়, গয়নাগুলি চুরি করেছেন সোনমের বাড়িতে কর্মরত একজন নার্স অপর্ণা রুথ উইলসন এবং তার স্বামী নরেশ কুমার সাগর।খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, দিল্লির ওই বিলাসবহুল বাড়িতে স্বামী আনন্দ আহুজাকে নিয়ে বসবাস করেন সোনম কাপুর। বিলাসবহুল ওই বাড়িতে তার ২৫ জন কর্মচারী রয়েছে।

এদের মধ্যে ৯ জন আছেন কেয়ারটেকার, মালি ও গাড়ি চালক।  গত ফেব্রুয়ারিতে বাড়িতে ওই চুরির ঘটনা ঘটলেও ৮ এপ্রিল এ ব্যাপারে কথা বলেন তিনি।

এদিকে হিন্দুস্তান টাইমস জানায়, স্বর্ণকার যে গয়নাগুলি কিনেছিলেন তা সোনমের শাশুড়ির। ওই বাড়িতে কর্মরত নার্স অপর্ণা রুথ উইলসন এবং তার স্বামী নরেশ কুমার সাগর ১১ মাসের ব্যবধানে ওই বাড়ি থেকে ২.৪৫ কোটি টাকার গয়না এবং নগদ অর্থ চুরি করে। 

গয়না বিক্রির টাকা নিজেদের বাবা মায়ের চিকিৎসার খরচ মেটায়। এছাড়া একটি সেকেন্ড হ্যান্ড গাড়িও কেনে বলে জানিয়েছে পুলিশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom