প্রিয়াংকা-নিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন
প্রথম নিউজ, ডেস্ক : বলিউড তারকা প্রিয়াংকা বিয়ের পরেই স্বামী নিক জোনাসের পদবিজুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে।
ইনস্টাগ্রাম, টুইটারে জ্বল জ্বল করছিল ‘প্রিয়াংকা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন। উধাও ‘জোনাস’।কিন্তু হঠাৎ ফিরে গেলেন নিজের নামে। এই নাম পরিবর্তন কেন? ভক্ত-অনুরাগীদের মনে পড়ে যাচ্ছে, মাস কয়েক আগে দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু তার এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদের ঘোষণার আগে ইনস্টাগ্রাম ও টুইটারে নিজের নাম পরিবর্তন করেছিলেন। তবে কি প্রিয়াংকাও সেই ইঙ্গিতই দিচ্ছেন? বলিউড তারকা ও আমেরিকার গায়কের বিয়েও কি ভাঙার পথে? খবর দ্য সানের। ইতোমধ্যে টুইটার ও ইনস্টাগ্রামে ভিড় জমিয়েছেন ভক্তরা। নানা প্রশ্ন করছেন তারা। তবে প্রিয়াংকার মা এই খবর ‘ভুয়া’ বলে দাবি করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভুয়া তথ্য রটাবেন না। এসব আজগুবি!’ মাস কয়েক আগে পরিচালক-প্রযোজক-অভিনেতা কমল আর খান ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন এ তারকা দম্পতিকে নিয়ে।
তার দাবি ছিল— ‘আগামী ১০ বছরের মধ্যে নিক ও প্রিয়াংকার বিবাহবিচ্ছেদ হতে চলেছে।’ তবে কি সে কথাই সত্যি হতে চলেছে? প্রিয়াংকার মায়ের কথায় যদিও খানিক স্বস্তি ফিরল ভক্তদের মনে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: