সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে জন্মদিনের কেক কাটলেন ডিপজল
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল

প্রথম নিউজ, ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। একটা সময় খল অভিনেতা হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করলেও নায়ক হিসেবেও পেয়েছেন জনপ্রিয়তা। আজ ৬ এপ্রিল গুণী এই অভিনেতার জন্মদিন।
১৯৬২ সালের এই দিনে জন্ম হয় ডিপজলের। এবার তিনি ৬০ বছর পূর্ণ করলেন।
জন্মদিনের প্রথম প্রহরে ছেলে-মেয়ে ও তাদের ঘরের নাতি-নাতনিদের নিয়ে কেক কাটলেন ডিপজল। এ সময় তাকে বেশ খোশ মেজাজে দেখা যায়।
পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও শেয়ার করছেন তিনি ফেসবুকে।
সেখানে লিখেছেন, আমি অভিভূত আমার সন্তানদের কাছ থেকে জন্মদিনের সারপ্রাইজ পেয়ে। তোমরা আমার পৃথিবী। একজন বাবা হিসেবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ।
এ সময় তিনি সন্তান ও নাতি-নাতনিদের জন্য দোয়া চান সবার কাছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews