দিনাজপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সোমবার সন্ধ্যা ৭টায় দরবারপুর জামে মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দিনাজপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রথম নিউজ, দিনাজপুর: দিনাজপুর-ঢাকা মহাসড়কের দশ মাইলে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। সোমবার সন্ধ্যা ৭টায় দরবারপুর জামে মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার খামার সাতনালা মেম্বারপাড়ার আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান ড্রাইভার (৩৫), রাণীরবন্দর এলাকার লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম (২৭) ও একই এলাকার শামসুর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর-ঢাকা মহাসড়কের দশ মাইলে বিআরটিসি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৫৬৭১) ও একটি সাদা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপ ড্রাইভারসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরো ১০ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য সেবাকেন্দ্রে নেয়া হয়। দশ মাইল হাইওয়ে থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: