গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২
হতরা হলেন- গোপালগঞ্জ শহরের মোহাম্মাদপাড়ার ইসলামবাগের এনামুল হক মজনুর ছেলে আব্দুল বাসিদ (১৮) ও একই এলাকার ইমদাদুল হকের ছেলে মো. তানভীর (১৮)।
প্রথম নিউজ, গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দিতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মো. তানভীর ও আব্দুল বাসিদ নামের দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার এ দুর্ঘটনায় তাদের অপর বন্ধু সিফাতুল ইসলাম (১৮) আহত হন।
নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের মোহাম্মাদপাড়ার ইসলামবাগের এনামুল হক মজনুর ছেলে আব্দুল বাসিদ (১৮) ও একই এলাকার ইমদাদুল হকের ছেলে মো. তানভীর (১৮)। হতাহতরা হাজী লাল মিয়া সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে তিন বন্ধু সদর উপজেলার ঘোনাপাড়া থেকে শহরতলীর বেদগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে খুলনাগামী মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তানভীর ঘটনাস্থলে নিহত হন এবং অপর দুই বন্ধু আব্দুল বাসিদ ও সিফাতুল ইসলাম আহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বাসিদকে মৃত ঘোষণা করেন। তবে ট্রাকটি পালিয়ে যায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: