এমপি রুমিন ফারহানার গাড়ি আটকে দিল পুলিশ
আজ শনিবার দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের টোলপ্লাজায় তার গাড়ি আটকে পুলিশ।
প্রথম নিউজ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে অংশ নিতে আসা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের গাড়ি আটকে দেওয়া হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকে দেয় পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের টোলপ্লাজায় তার গাড়ি আটকে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছিলেন।
তবে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, রুমিন ফারহানার গাড়ি আটক করা হয়নি। তার সঙ্গে আমরা কথা বলছি।এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর পৌনে ১টা) রুমিন ফারহানার গাড়িটি টোলপ্লাজা থেকে হোটেল উজানভাটিতে নিয়ে গিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় চলবে এই নিষেধাজ্ঞা।
পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় চলাচল বন্ধ রয়েছে আন্তঃজেলা ও লোকাল বাস চলাচল। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: