ঢাকায় প্রথম হবে পেশাদার বক্সিং

মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টালে বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট শীর্ষক প্রতিযোগিতায় ইংল্যান্ড, ফ্রান্স, ভারত ও থাইল্যান্ডের বক্সাররা রিংয়ে নামবেন।

ঢাকায় প্রথম হবে পেশাদার বক্সিং
ঢাকায় প্রথম হবে পেশাদার বক্সিং

প্রথম নিউজ, খেলা ডেস্ক: এক্সসেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনসের আয়োজনে দ্বিতীয়বার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পেশাদার বক্সিং ফাইট নাইট। মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টালে বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট শীর্ষক প্রতিযোগিতায় ইংল্যান্ড, ফ্রান্স, ভারত ও থাইল্যান্ডের বক্সাররা রিংয়ে নামবেন। তাদের বিরুদ্ধে লড়বেন বাংলাদেশি বক্সাররা। ২০২২ সালের পেশাদার বক্সিংয়ের বিজয়ীরা, চ্যাম্পিয়ন বাংলাদেশি বক্সার সুর কৃষ্ণ চাকমা এবং আলামিন এবারও লড়বেন। এছাড়া পেশাদার নারী কিকবক্সার রুকসানা বেগম ফাইট নাইটে অংশ নেবেন। মোট ১৪ জন প্রতিযোগী বিভিন্ন ওজনের সাতটি শ্রেণিতে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট উপলক্ষ্যে এক্সসেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনস সোমবার গুলশান ক্লাবে ওয়ে-ইন সেশন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান, আদনান হারুন বলেন, ‘ঢাকায় এই প্রথম অনুষ্ঠিত হবে পেশাদার বক্সিং। যেখানে নারী বক্সাররা চ্যাম্পিয়নশিপ বেল্টের জন্য বাংলাদেশে প্রতিদ্বন্দ্বীতা করবেন। এই বছরের ফাইট নাইটে সুপারস্টার রুকসানা বেগম এবং তানজিলাকে মুখোমুখি করাতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে দেশের নারী বক্সারদের পথ আরও প্রশস্ত হবে।’ 

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: