রাজধানীতে ৩৯টি চোরাই মোবাইল ল্যাপটপসহ গ্রেপ্তার ৪

রাজধানীতে ৩৯টি চোরাই মোবাইল ল্যাপটপসহ গ্রেপ্তার ৪

প্রথম নিউজ, অনলাইন :  রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীসহ সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। গতকাল বুধবার রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাজহারুল ইসলাম (৩৫), মো. জসীম উদ্দিন (৩৮), সাইফুল ইসলাম (৩২) ও মো. কালাম চৌধুরী (৪০)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৩৯টি চোরাই মোবাইল ফোন, একটি চোরাই ল্যাপটপ, দুটি চোরাই ঘড়ি এবং বেশ কিছু মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়।

ডিবি উত্তরা বিভাগ সূত্র জানায়, বুধবার গোয়েন্দা তথ্য ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে শনির আখড়ার শেখদির একটি বাসা থেকে সংঘবদ্ধ চোরচক্রের সদস্য মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শনির আখড়া থেকে জসীম উদ্দিনকে এবং গুলিস্তান থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলামের দেওয়া তথ্য মতে পরে যাত্রাবাড়ী থেকে কালাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, গ্র্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মেলা, ওয়াজ মাহফিল ও জনসভা থেকে কৌশলে মোবাইল ফোন চুরি করতেন।
পরবর্তী সময়ে সেগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতেন। এ ছাড়া তাঁরা চোরাই মোবাইল, ঘড়ি এবং ল্যাপটপ ক্রয় ও বিক্রির সঙ্গে জড়িত।