এশিয়া কাপে দুই ইভেন্টের পদক নিশ্চিত বাংলাদেশের
প্রথম নিউজ, ডেস্ক : ইরাকের সোলেমানিয়ায় রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। দুই ইভেন্টের ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই ইভেন্টের ফাইনালে ওঠায় অন্তত রৌপ্যপদক নিশ্চিত হয়ে গেল রোমান সানা-দিয়া সিদ্দিকীদের।
রিকার্ভ পুরুষ ইভেন্টের প্রথম রাউন্ডে বাংলাদেশ বাই পায়। পরবর্তী রাউন্ডে আজ স্বাগতিক ইরাকের বিপক্ষে সরাসরি ৬-০ সেটে জেতেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও আলিফ আব্দুর রহমান। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইরান। এই পর্বে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়। রোমানরা ৫-৪ সেটে ইরানকে হারায়।
নারী দলগত ইভেন্টে দিয়ারা প্রথম পর্বে মুখোমুখি হন স্বাগতিক ইরাকের বিপক্ষে। বাংলাদেশের নাসরিন আকতার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায় স্বাগতিক আরচ্যারদের ৬-০ সেটে পরাজিত করেন। পরের পর্বে উজবেকিস্তানের বিপক্ষে ৫-১ সেটে জিতে বাংলাদেশ ফাইনালে ওঠে। দলগত ইভেন্টের ফাইনাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
কম্পাউন্ড পুরুষ ও নারী দুই ইভেন্টে বাংলাদেশ বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলবে। নারী ও পুরুষ দুই দলই মোকাবেলা করবে কাজাখস্তানকে। কাজাখস্তানকে হারাতে পারলে এই দুই ইভেন্টেও ফাইনাল খেলবে বাংলাদেশ।
টুর্নামেন্টে আজ ছিল দলগত ইভেন্টের খেলা। রিকার্ভ ও কম্পাউন্ডের বিভাগের ব্যক্তিগত ইভেন্টের খেলা হবে আগামীকাল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews