আইপিএলে আজকের খেলা: মুখোমুখি নতুন দুই দল
প্রথম নিউজ, ডেস্ক : ৮ দল থেকে ১০ দলের আইপিএল। এবারই প্রথম এত বড় পরিসর নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল। যেখানে নতুন দুটি দল হিসেবে যুক্ত হয়েছে গুজরাট লায়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। এই দুটি দলই পরস্পর মুখোমুখি হয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে আইপিএলে।
আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই নতুন দুই দল। তারকা সমৃদ্ধ দুটি দল এবং অধিনায়কের জায়গায় বড় নাম, দুর্দান্ত বোলিং ডিপার্টমেন্ট- সব মিলিয়ে অসাধারণ একটি ম্যাচ দেখার অপেক্ষায় আইপিএলের দর্শকরা।
তবে, লখনৌ সুপার জায়ান্ট একটু পিছিয়েই আছে বলতে গেলে। কারণ, নানা কারণে তারা এখনও পুরো দলটা হাতে পায়নি। এমনিতেই ইংলিশ পেসার মার্ক উডকে তারা হারিয়েছে ইনজুরির কারণে।
তাসকিন আহমেদকে চেয়েছিল তারা। কিন্তু সেটাও পায়নি। শেষ পর্যন্ত দলে নিয়েছে অস্ট্রেলিয়রা অ্যান্ড্রু টাই কে। মার্কাস স্টোইনিজ, জ্যাসন হোল্ডার এবং কাইল মায়ার্সকে তারা পাবে আইপিএলের প্রথম সপ্তাহ শেষ করার পর।
তবে, ব্যাকআপও কম ছোট নয়। ভারতীয় খেলোয়াড় দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষনোই এবং আবেশ খানরা। তবে তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, দুর্দান্ত এক ওপেনিং জুটি। লোকেশ রাহুল এবং কুইন্টন ডি কক।
গুজরাট টাইটান্সেরও একটি সমস্যা আছে। জেসন রয় আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে। পরিবর্তে রহমানুল্লাহ গুরবাজকে নিয়েছে দলে। ওপেনিং জুটিটা দুর্দান্ত। শুভমান গিল এবং ম্যাথ্যু ওয়েডকে নিয়ে ইনিংস শুরু করতে পারবে তারা।
গুজরাট লায়ন্সের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার পর পান্ডিয়াকে এনে নেতৃত্বই দিয়েছে গুজরাট। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews