প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল: জিএম কাদের

প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল: জিএম কাদের
প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল: জিএম কাদের

প্রথম নিউজ, ঢাকা : মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ রোববার এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। শোক বার্তায় জিএম কাদের বলেন, জীবনের যেনো মূল্যই নেই। এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেয়া যায় না। প্রতিদিনই সড়কে মৃত্যুর মিছিল। অথচ, কোন প্রতিকার নেই। যেনো সড়ক দুর্ঘটনা রোধে কারো কোন দায় নেই। প্রতিদিনের দুর্ঘটনা যেনো নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। 

তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক সহায়তা দিতে হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

 মাদারীপুরের শিবচরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: