খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় : মির্জা ফখরুল

বেগম খালেদা জিয়া তো দয়া চাচ্ছেন না, তাঁর জামিন প্রাপ্য

খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় : মির্জা ফখরুল

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে। বাংলাদেশে যেগুলো একসঙ্গে চিকিৎসা করানো সম্ভব নয়। সেজন্য তাকে বিদেশ নিতে হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার  দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন ফখরুল। সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর  ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, যশোর পৌর সভার চেয়ারম্যান ও যশোর-৫ আসন থেকে দুই বার সাংসদ ছিলেন। ২০০১ সালের ১২ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই রাজনীতিবিদ।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার কয়েকদিন জ্বর আসছিল, স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গতকাল হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে। যেগুলো একসঙ্গে বাংলাদেশে চিকিৎসা করানো যাবে না। চিকিৎসকরা বলছেন, তাকে বিদেশ নিতে হবে। এ দেশে বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। মাল্টি চিকিৎসা এখানে নেই। দেশের বাইরে নিতে হবে। 

অসুস্থ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে  কেনো জামিন দেয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা তুলে ধরতে গিয়ে মঙ্গল দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই প্রশ্ন তুলেন।

তিনি বলেন, আপনারা জেনেছেন দেশনেত্রী হাসপাতালে। তিনি অসুস্থ। কেনো হাসপাতালে? যে তিন বছর তিনি জেলে ছিলেন তার কোনো চিকিৎসা হয়নি। আমি বলছি, তার কোনো চিকিৎসা হয়নি। ইচ্ছা করে তার চিকিৎসা করেনি। চিকিৎসকরাই বার বার করে বলেছেন, তার(খালেদা জিয়া) যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে সেই রোগগুলোর চিকিৎসা এখানে পুর্ণাঙ্গভাবে সম্ভব নয়। এটা মাল্টি ডিসেপ্লেনারী যেসমস্ত হাসপাতাল বা সেন্টারগুলো আছে অর্থাত সব রোগের এক সাথে চিকিৎসা করতে পারে এই ধরনের মানসম্পন্ন যে হাসপাতাল আছে সেখানে তাকে নেয়া দরকার। তারা(চিকিৎসকরা) পরিস্কার করে বলেছেন যে, এটা বাংলাদেশে এই ধরনের কোনো ব্যবস্থা নেই। বাইরেই তাকে যেতে হবে।

কেনো দিচ্ছেন না বেগম খালেদা জিয়ার প্রাপ্য জামিন তাকে? বেগম খালেদা জিয়া তো দয়া চাচ্ছেন না আপনাদের কাছে। আপনারা তার যে প্রাপ্য জামিন সেটা দেন। এই ধরনের মামলায় সবাইকে তো জামিন দিয়েছেন আপনারা। একজনও বাইরে নেই্- আমি জানি।। তাহলে তাকে জামিন দিচ্ছেন না কেনো?”

আদালতে বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজা বাড়িয়ে ১০ বছর করার ঘটনায় ‘ধিক্কার’ জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, তিনি(বেগম খালেদা জিয়া) কেনো জেলে? তার বিরুদ্ধে যে মামলা, ২ কোটি ৩৩ লক্ষ টাকার মামলা এবং মামলার যদি রায় দেখেন সেখানে কোথাও বলে নাই যে, তিনি তহবিল তসরুফ করেছে বা এই টাকা তফরুফ করেছেন। না। তার বিরুদ্ধে অভিযোগটা হয়েছে যে, বিং এ প্রাইম মিস্টিার তিনি সেটা লক্ষ্য করেননি বা দেখেননি। তিনি ক্ষমতার অপব্যবহার করেছে এই কথাটা এসছে। অথচ তারা(সরকার)সমানে  বলে যাচ্ছেন যে এতিমের টাকা খেয়েছেন। আরে পুরো টাকা তো ১০ গুন হয়েছে এখন। আপনারা(সরকার) তাকে জেলে রেখেছেন এই কারণে যে, আপনারা জানেন যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বের হন তাহলে আপনাদের তখতে তাউস থাকবে না।

‘খালেদা জিয়া ‘লো ফিভারে’ আক্রান্ত বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল(মঙ্গলবার) দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নিতে হয়েছে। কয়েকদিন ধরে তার অল্প অল্প জ্বর আসছিলো, ‘লো ফিভার’ আসছিলো। তার চিকিতসকরা দেখেছেন যে, যেহেতেু সেই হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার আর কোনো পরীক্ষা-নিরীক্ষা হয়নি, টেস্ট হয়নি। সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার পরীক্ষা-নিরীক্ষাগুলো করে ট্রিটমেন্টের তারা ব্যবস্থা নিতে চান।

মঙ্গলবার বিকালে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিতসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডে অধীনে তিনি চিকিতসাধীন আছেন।

তিনি বলেন, ‘‘ তিনি(বেগম খালেদা জিয়া) কেনো জেলে? তার বিরুদ্ধে যে মামলা, ২ কোটি ৩৩ লক্ষ টাকার মামলা এবং মামলার যদি রায় দেখেন সেখানে কোথাও বলে নাই যে, তিনি তহবিল তসরুফ করেছে বা এই টাকা তফরুফ করেছেন। না। তার বিরুদ্ধে অভিযোগটা হয়েছে যে, বিং এ প্রাইম মিস্টিার তিনি সেটা লক্ষ্য করেননি বা দেখেননি। তিনি ক্ষমতার অপব্যবহার করেছে এই কথাটা এসছে। অথচ তারা(সরকার)সমানে  বলে যাচ্ছেন যে এতিমের টাকা খেয়েছেন। আরে পুরো টাকা তো ১০ গুন হয়েছে এখন। আপনারা তাকে জেলে রেখেছেন এই কারণে যে আপনারা জানেন যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বের হন তাহলে আপনাদের তখতে তাউস থাকবে না।

ফাউন্ডেশনের আহবায়ক মরহুম নেতার সহধর্মিনী জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য জামিল আহমদ সিদ্দীকীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন বেগম খালেদা জিয়া।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom