পা হারানো শিশু অগ্ররাজ হাসপাতালে  আজীবন পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

বাঁশখালী সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অগ্ররাজ সিকদারের আজীবন পুনর্বাসন ও চালকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে

পা হারানো শিশু অগ্ররাজ হাসপাতালে  আজীবন পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
পা হারানো শিশু অগ্ররাজ হাসপাতালে 

প্রথম নিউজ, চট্টগ্রাম : বাশখালী প্রধানসড়ক সংলগ্ন নাপোড়া বাজারের উত্তর পাশে এস আলম বাস চাপায় গুরুতর আহত বাম পা হারানো বাঁশখালী সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অগ্ররাজ সিকদারের আজীবন পুনর্বাসন ও চালকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, ভুক্তভোগী পরিবার, স্থানীয় জনসাধারণ। উপজেলার নাপোড়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সহপাঠী ও স্থানীয়রা ব্যানার, ফেষ্টুন নিয়ে বাঁশখালীর প্রধান সড়কে অব¯’ান নিয়ে অগ্ররাজ সিকদারের আজীবন পুনর্বাসন এবং চালকের শাস্তির দাবিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। 

মানববন্ধনে বাঁশখালী সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রমিজ উদ্দীন বলেন, বাঁখালীতে এস আলম বাসের বেপরোয়া গতিতে প্রতিদিন কেউ না কেউ আহত বা নিহত হচ্ছে। তারা ইচ্ছমত নিয়ন্ত্রনহীন গতিতে গাড়ি চালাচ্ছে। উল্লেখ্য, শিক্ষার্থী অগ্ররাজ স্কুল ছুটির পর রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় পিছন থেকে এস আলম বাস অগ্ররাজকে চাপা দিয়ে চলে যায়। অগ্ররাজের বাম পা কেটে ফেলতে হয়েছে। এখনো সে সংকটাপূর্ণ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিতসাধীন রয়েছে । আমরা তার পুনর্বাসন চাই। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: