বাংলাদেশ ৩২৭ রানের টার্গেটে
ইংলিশদের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ জেসন রয়ের। ১২৪ বলে ১৮ চার ও ১ ছক্কায় ১৩২ রান করেন তিনি।

প্রথম নিউজ, খেলা ডেস্ক: সিরিজ বাঁচানোর ম্যাচে জুতসই বোলিং করতে পারেনি বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৩২৭ রানের টার্গেট দিলো ইংলিশরা। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩২৫ রান তুললো ইংল্যান্ড। ইংলিশদের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ জেসন রয়ের। ১২৪ বলে ১৮ চার ও ১ ছক্কায় ১৩২ রান করেন তিনি। অধিনায়ক জস বাটলার ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭৬ রান করেন। মঈন আলীর সংগ্রহ ৪২ রান। ৩৩* রান করেন স্যাম কারেন। এছাড়া ডেভিড মালান ১১, ফিল সল্ট ৭, আদিল রশিদ ৬* এবং উইল জ্যাকস ১ রান করেন।
বাংলাদেশের তাসকিন আহমেদ ১০ ওভারে ৬৬ রানের খরচায় ৩ উইকেট নেন। দুটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। একটি উইকেট নেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। ১০ ওভারে ৬৩ রান দিয়ে কোনো উইকেট পাননি মোস্তাফিজুর রহমান।
মঈনকে ফেরালেন তাসকিন
ইংলিশদের দাপুটে ব্যাটিংয়ের দিনে বল হাতে উজ্জ্বল তাসকিন আহমেদ। ইতোমধ্যেই তিন উইকেট নিয়েছেন টাইগার পেসার। তাসকিনের সবশেষ শিকার মঈন আলী। ৪৭.৪ ওভারে তাসকিনের বলে আউট হওয়ার আগে ৩৫ বলে ৪২ রান করেন মঈন। এর আগে ৬৪ বলে ৭৬ করে আউট হন জস বাটলার। ৪৮ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩০৩ রান।
৩ রানে ইংলিশদের দুই উইকেট নিলো বাংলাদেশ
সেঞ্চুরিয়ান জেসন রয়কে (১৩২) লেগ বিফোরের ফাঁদে ফেলে ব্যাকথ্রু দিলেন সাকিব আল হাসান। দলীয় ২০৫ রানে ৪ উইকেট হারালো ইংল্যান্ড। দলীয় সংগ্রহে মাত্র ৩ রান যোগ করতে পঞ্চম উইকেট হারায় ইংলিশরা। উইল জ্যাকসকে একের ঘরে আউট করেন তাসকিন আহমেদ। ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১০ রান ইংল্যান্ডের। ৪৫ বলে ৩ বাউন্ডারিতে ৪২* রান জস বাটলারের।
রয়ের সেঞ্চুরি
ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির দেখা পেলেন ইংলিশ ব্যাটার জেসন রয়। ইংলিশ ওপেনারকে জুতসই সঙ্গ দিচ্ছেন অধিনায়ক জস বাটলার। ৩২.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭২ রান ইংল্যান্ডের। রয় ১০৯* এবং বাটলার ৩০* রান নিয়ে ক্রিজে আছেন।
টাইগারদের অস্বস্তির নাম জেসন রয়
৯৬ রানে তিন উইকেট হারিয়েছে ইংল্যান্ড। টাইগার বোলারদের নৈপুণ্যের বিপরীতে তিন ব্যাটার মিলে করেছেন মাত্র ২৩। তবে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দঁাঁড়িয়েছেন জেসন রয়। এক পাশ আগলে রেখে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন ইংলিশ ওপেনার। ২৪.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১২২ রান। তার মধ্যে রয়ের রানই ৮২।
‘সেঞ্চুরিয়ান’ মালানকে থিতু হতে দেননি মিরাজ
প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে একাই হারিয়ে দেন ডেভিড মালান। দ্বিতীয় ম্যাচে ইংলিশ ব্যাটারকে ইনিংস লম্বা করতে দেননি মেহেদী হাসান মিরাজ। ১৫.৩ ওভারে টাইগার স্পিনারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৯ বলে মাত্র ১১ রান করেন মালান। তবে ব্যাট হাতে দৃঢ়তা দেখাচ্ছেন ওপেনার জেসন রয়। ইতোমধ্যেই ফিফটি হাঁকিয়েছেন তিনি। ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৮৫ রান। ৬১ বলে ৯ বাউন্ডারিতে ৬১* রান নিয়ে ক্রিজে আছেন জেসন রয়।
তাসকিনের শুভ সূচনা
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে ইনিংস বড় করছিলেন জেসন রয় এবং ফিল সল্ট। তবে ইংলিশ ওপেনারদের জুটি দীর্ঘায়িত হয়নি বেশি। দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারালো সফরকারীরা। ১৫ বলে ৭ রান করা ফিল সল্টকে ফিরিয়ে শুভ সূচনা করলেন তাসকিন আহমেদ।
৬.৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২৫ রান।
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, সাকিব মাহমুদ এবং মার্ক উড।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: