নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার ততই উন্মাদ হয়ে উঠছে: ডা. রানা

ডা. রানা বলেন  নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার ততই উন্মাদ হয়ে উঠছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সিংহভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। কারণ, তারা এত অপকর্ম করেছে যার কোনো ক্ষমা নেই।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার ততই উন্মাদ হয়ে উঠছে: ডা. রানা

প্রথম নিউজ, গফরগাঁও: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অসহনীয় লোডশেডিং বিএনপির রাজনৈতিক নেতাকর্মীদের গুম হত্যা হামলা-মামলার প্রতিবাদে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গফরগাঁও উপজেলা পাগলা থানা মশাখালী ইউনিয়নের  শাহ মিছকিন বাজারে লিফলেট ও শ্বেতপএ বিতরণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ও পাগলা থানা বিএনপি আহ্বায়ক ডাঃ মোফাক্খারুল ইসলাম রানা। এ সময় ডা. রানা বলেন  নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার ততই উন্মাদ হয়ে উঠছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সিংহভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। কারণ, তারা এত অপকর্ম করেছে যার কোনো ক্ষমা নেই। বিএনপি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না। তিনি বলেন, সরকার বলে, আওয়ামী লীগের শাশনামলে নাকি জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছে। এগুলো পাগলের প্রলাপ। তাদের পতন আসন্ন দেখেই উল্টা-পাল্টা বলতে শুরু করেছে। সময় থাকতে জনগণের কাছে নিজেদের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে বিদায় নিন, নতুবা পালানোর পথ পাবেন না। 

মশাখালী শাহ মিছকিন বাজারে লিফলেট বিতরন কালে সঙ্গে ছিলেন গফরগাঁও উপজেলা পাগলা থানার ষুগ্ন আহ্বায়ক ছোয়াদুর রহিম বুলু্, যুগ্ন আহ্বায়ক শেখ মোঃ ইছাহাক, আঃ হামিদ  ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক মৃধা, বশির আহমেদ, বাবুল ফকির, রাজ্জাক মেম্বার  সিরাজ মেম্বার মকবুল মেম্বারসহ প্রমূখ।