নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
নিহতরা হলেন- স্থানীয় পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ (৫৫)।

প্রথম নিউজ, নওগাঁ: নওগাঁর পোরশায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ মে) সকালে ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীর পাশে জমিতে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুর নূহ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে আব্দুস সামাদ ও আব্দুর নূহ ভারতীয় সীমান্তঘেঁষা পুনর্ভবা নদীর ধারে পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে বজ্রপাত শুরু হয়। হঠাৎ একটি বজ্রপাত তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে ওই মাঠে থাকা অন্য কৃষক ও শ্রমিকরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। এ সময় জমিতে ধান কাটা অবস্থায় আব্দুস সামাদ ও আব্দুর নূহ বজ্রপাতে মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews