বাঁশখালীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি এলজি বন্দুক ও চার পিস কার্তুজসহ রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি এলজি বন্দুক ও চার পিস কার্তুজসহ রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে থানার ভিলেজার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জঙ্গল জলদি ভিলেজার পাড়ার ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (শনিবার) ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: