ড্রেজারের পাইপ ভাঙার জেরে কেটে দেওয়া হলো ব্যবসায়ীর দুই হাতের রগ

আজ রোববার সকাল ৮টার দিকে পৌর শহরের দরগাশরিফ এলাকায় এ ঘটনা ঘটে।

ড্রেজারের পাইপ ভাঙার জেরে কেটে দেওয়া হলো ব্যবসায়ীর দুই হাতের রগ

প্রখম নিউজ, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় জামাল হাওলাদার (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে তার দুই হাতে রগ কেটে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার সকাল ৮টার দিকে পৌর শহরের দরগাশরিফ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল সদর উপজেলার মহিষেরচর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে ও চৌরাস্তা এলাকার কাঁচামাল ব্যবসায়ী। এ ঘটনায় পারভেজ খাঁ নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি রকেটবিড়ি এলাকার আনু খাঁ’র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর শহরের আড়িয়াল খাঁ নদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন পারভেজ খাঁ ও তার ছোটভাই শাওন খাঁ। শনিবার রাতে কে বা কারা তাদের ড্রেজারের কয়েকটি পাইপ ভেঙে ফেলে। এরই জেরে রোববার সকালে জামালের ওপর হামলা চালান পারভেজ ও শাওনের লোকজন। এ সময় জামালের দুইহাতের রগ কেটে দেওয়া হয়।

ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা। পরে গুরুতর অবস্থায় জামালকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে। আহত জামালের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ ঘটনার বিচার দাবী করছি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী  বলেন, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ বালু উত্তোলন করে আসছে পারভেজ ও শাওন। তাদের ড্রেজারের পাইপ ভেঙে ফেলার জেরেই রোববার সকালে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom