দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে ভোটগ্রহণ চলাকালে উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসার এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় মেম্বার প্রার্থী বাবুল ভূঁইয়া ও শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ। তবে দতাইসার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কমে গেছে।
ঘটনায় আটক দুই মেম্বার একে অপরকে দোষারোপ করছেন।
দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন জানান, ওই দুই মেম্বার কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের আটক করা হয়েছে। তবে এখন কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: