জাহানারা পাকিস্তানে খেলতে যাচ্ছেন

প্রদর্শনী ম্যাচ খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলম।

জাহানারা পাকিস্তানে খেলতে যাচ্ছেন
জাহানারা পাকিস্তানে খেলতে যাচ্ছেন

প্রথম নিউজ, খেলা ডেস্ক: নারীদের টি-টোয়েন্টি লীগ চালু করতে চায় পাকিস্তান। সেই উদ্দেশ্যে তিনটি এক্সিবিশন ম্যাচ আয়োজন করছে দেশটির ক্রিকেট বোর্ডÑ পিসিবি। আর প্রদর্শনী ম্যাচ খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলম। পিসিবি কর্তৃক আমন্ত্রণ পাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহানারা আলম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ... নতুন অ্যাসাইনমেন্ট পিএসএল (নারী ক্রিকেট লীগের প্রদর্শনী ম্যাচ)। সকলে আমার জন্য দোয়া করবেন।’ পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর প্রস্তুতি হিসেবে চলমান পাকিস্তান সুপার লীগের (পিএসএল) মধ্যে তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে তারা। এক্সিবিশন ম্যাচের জন্য দু’টি দল গঠন করেছে পিসিবি। একটি অ্যামাজন, অপরটি সুপার উইমেন। টাইগ্রেস পেসার জাহানারা সুযোগ পেয়েছেন সুপার উইমেনের স্কোয়াডে।

পিসিবি জানিয়েছে, দুই দলে ৭টি দেশের ১০ জন বিদেশিকে রাখা হয়েছে। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি প্লেয়ার খেলাতে পারবে দলগুলো। জাহানারার সঙ্গে সুপার উইমেনে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট, ইংল্যান্ডের ড্যানি ওয়েইট এবং নিউজিল্যান্ডের লিয়া তাহুহু।  আর সুপার উইমেনের নেতৃত্বে থাকবেন পাকিস্তানের নিদা দার। অ্যামাজনের নেতৃত্বে থাকবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ।  প্রদর্শনী ম্যাচগুলো নিয়ে সুপার উইমেন অধিনায়ক নিদা দার বলেন, ‘এই প্রদর্শনী ম্যাচগুলো আমাদের উদীয়মান খেলোয়াড়দের তাদের প্রতিভা তুলে ধারর সুযোগ করে দেবে। বিদেশের যেসব খেলোয়াড় অংশ নিচ্ছে, তাদের অভিজ্ঞতা থেকে স্থানীয়রা অনেক কিছু শিখতে পারবে।’
পিসিবি জানিয়েছে, দল দু’টি মোট তিনটি ম্যাচে মুখোমুখি হবে। আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে উৎসর্গ করে শুরু হবে প্রদর্শনী ম্যাচগুলোর প্রথম টি-টোয়েন্টি। 

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: