খুমেক থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

বৃহস্পতিবার  দিবাগত গভীর রাতে নড়াইলের কালিয়া থেকে তাকে উদ্ধার করা হয়।

খুমেক থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার
খুমেক থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

প্রথম নিউজ, খুলনা : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের গেট থেকে চুরির ২৪ দিন পর নবজাতককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  দিবাগত গভীর রাতে নড়াইলের কালিয়া থেকে তাকে উদ্ধার করা হয়। সে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গের তোরাব আলী ও রানী বেগমের ছেলে। শিশুটিকে বর্তমানে খুমেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ডিএনএ টেস্টের জন্য রাখা হয়েছে। তবে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) হওয়ায় তার টেস্ট হয়নি।

নবজাতকের মামা মোস্তফা বলেন, নড়াইলের কালিয়া উপজেলার পুরোলিয়া ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের রাশেদ মোল্লার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। সেনেরবাজারে আমাদের আত্মীয় আছে। তাদের আবার নড়াইলেও আত্মীয় রয়েছে। সেই সূত্রে আমরা সবাইকে জানিয়ে রেখেছিলাম বাচ্চা হারিয়ে গেছে, কোনো জায়গায় যদি বাচ্চা কেনাবেচা হয় বা কারও বাড়ি যদি বাচ্চা হওয়ার কথা না থাকলেও বাচ্চা দেখে তাহলে যেন আমাদের খবর দেয়। সেইভাবে আমাদের তারা খবর দেয়। আমরা ওখানে যাওয়ার পর নিশ্চিত হয়ে পুলিশ ও র‌্যাবের সঙ্গে কথা বললে তারা অভিযান চালিয়ে বাচ্চা উদ্ধার করে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: