কিশোরগঞ্জে ফুল দেওয়া নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ
প্রায় ঘণ্টাব্যপী চলা এ সংঘর্ষে প্রায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিনসহ ২ জন মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ ৫০ আহত হয়েছে
প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মুক্তিযোদ্ধা-সাংবাদিকসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনার ঘটলেও পরে পুরো পৌর সদর বাজার রণক্ষেত্রে পরিণত হয়।
জানা যায়, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ তার অনুসারীদের নিয়ে সকালে পাকুন্দিয়া উপজেলা চত্বরের বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে চলে যান। পরে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও তার সমর্থকরা এগিয়ে গেলে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দেশীয় অস্ত্রসহ মহড়া দিতেও দেখা গেছে।
প্রায় ঘণ্টাব্যপী চলা এ সংঘর্ষে প্রায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিনসহ ২ জন মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ ৫০ আহত হয়েছে বলে জানা গেছে। একজনের অবস্থা গুরুতর হওয়া তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ জানান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছিলাম। হঠাৎ সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা করে। এ হামলায় দুজন মুক্তিযোদ্ধাসহ অনেকেই আহত হয়েছে এবং বঙ্গবন্ধুর ছবিও ভাঙচুর করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু চত্বরে ফুল দিতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়। উপজেলার কোষাকান্দা গ্রামের শিরাজুল হকের ছেলে মিন্টুর অবস্থা গুরুতর। তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে এসেছি। এখানেই আমাদের ওপর এ হামলা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে উপজেলা পৌর সদর বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: