আরও কয়েক দিন হাসপাতালে থাকবেন ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের হাঁটাচলা করছেন, নিজেই খাচ্ছেন। তিনি অনেকটাই সেরে উঠেছেন।

প্রথম নিউজ, ঢাকা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন। এজন্য আরও দুই-তিন দিন হাসপাতালে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমদ।
তিনি বলেন, ওবায়দুল কাদের হাঁটাচলা করছেন, নিজেই খাচ্ছেন। তিনি অনেকটাই সেরে উঠেছেন। আশা করছি খুব দ্রুত তিনি বাসায় ফিরে যেতে পারবেন।
উল্লেখ্য,গত ১৪ ডিসেম্বর নিয়মিত মেডিকেল চেকআপের জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়। ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: