এটাই খালেদা জিয়ার জন্য কাল হয়েছে: গয়েশ্বর

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কারাবন্দি এবিএম মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

এটাই খালেদা জিয়ার জন্য কাল হয়েছে: গয়েশ্বর
গয়েশ্বর চন্দ্র রায়

প্রথম নিউজ অনলাইন: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়ার পররাষ্ট্র নীতি ছিল বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। এটাই খালেদা জিয়ার জন্য কাল হয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কারাবন্দি এবিএম মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।  জিয়াউর রহমানের কর্মময় জীবন তুলে ধরে উপস্থিত দলের নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জিয়াউর রহমানকে কারো সঙ্গে তুলনা করতে হয় না। কারো সঙ্গে তুলনা করে তাকে ছোট অথবা বড় করার প্রয়োজন হয় না।  জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি, যিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও গ্রামে গ্রামে কৃষক-শ্রমিকদের সঙ্গে হাত মিলিয়েছেন, নারীদের দুর্দশা জানতে চেয়েছেন।’

‘জিয়াউর রহমান নিজে সৎ ছিলেন বলে তার মন্ত্রিসভায় কোনো অসততা ঠাঁই পায়নি’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এখন মেগা প্রজেক্টের আড়ালে অর্থাৎ উন্নয়নের আড়ালে দুর্নীতি হচ্ছে। উন্নয়নের নামে মানুষের পকেট লুটপাট হচ্ছে। যদি তা না হয় ১০ লাখ কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হলো?’

দলের নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘ফয়সালা রাজপথেই হবে। শেখ হাসিনাকে শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। জনগণের সামনে কোনো শক্তিই শক্তি নয়। পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এ দেশের অর্ধ-প্রশিক্ষিত জনগণের কাছে। আপনারা আবার ইতিহাস সৃষ্টি করবেন।’
  
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘কানে কানে নানা দলের কাছে আসন দেওয়া বা বিক্রি করাসহ কিছু খুচরা কথা আসতে পারে। এ কথা বিশ্বাস না করে চুপচাপ থাকবেন। আমরা যদি আমাদের আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে পারি তাহলে রক্তাক্ত হতে হবে না, কাউকে রক্তাক্ত করতেও হবে না। শত উসকানিকে উপেক্ষা করে আমাদের লক্ষ্যে পৌঁছে যাব।’ 

ঢাকার কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত সভায় ফোরামের গাজী মুহাম্মদ তৌহিদ সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা আবদুস সালাম, আজিজুল বারী হেলাল, আকন কুদ্দুসুর রহমান, হায়দার আলী খান লেলিন, স্নেহাংশু সরকার কুট্টি, ছাত্রদলের তানজিল হাসান প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: