চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ
তিনি SH-EMG (এয়ার অ্যাম্বুলেন্স) যোগে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হবেন
প্রথম নিউজ, ঢাকা: উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার বিকেল ৫টায় ব্যাংকক যাচ্ছেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ।
আজ দুপুরে রওশন এরশাদের ছেলে রাহগীর আলমাহি সাদ নিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি SH-EMG (এয়ার অ্যাম্বুলেন্স) যোগে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হবেন।
গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: